সোমবার, ২৯ মে, ২০২৩ ০০:০০ টা

নতুন পদ্ধতিতে সংসদ নির্বাচন চাই

নিজস্ব প্রতিবেদক, রংপুর

নতুন পদ্ধতিতে সংসদ নির্বাচন চাই

রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অনেক কথা হচ্ছে। জাতীয় পার্টিসহ সব দল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের জন্য আন্দোলন করেছে। আমরা সরকারের অধীনেও নির্বাচন চাই না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেও নির্বাচন চাই না। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা নতুন পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন চাই। এ ফর্মূলা আমাদের কাছে আছে। রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির কার্যালয় প্রাঙ্গণে প্রতিনিধি সভায় জিএম কাদের আরও বলেন, বিগত সময় আওয়ামী লীগ, বিএনপি জাতীয় পার্টিকে ধ্বংস করার চেষ্টা করেছে। বিশেষ করে আওয়ামী লীগ সুযোগ পেলেই জাতীয় পার্টিকে বিভক্তির চেষ্টা করেছে। জাতীয় পার্টিকে সমাবেশ করতে দেওয়া হয়নি, অফিসে তালা ঝোলানো হয়েছিল। রাস্তায় নেতা-কর্মীরা নামলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এমন দমন-পীড়নের মধ্যেও জাতীয় পার্টি এখন শক্তিশালী অবস্থানে রয়েছে। 

রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন, এসএম ইয়াসির আহমেদ, আহসান আদেলুর রহমান এমপি, জাহিদ হাসান লিমন, সারোয়ার হোসেন শাহীন, সাজ্জাদ পারভেজ, ফারুক আহমেদ ম ল, ইয়াসির আরাফাত জীবন প্রমুখ।

সর্বশেষ খবর