এখন বাংলাদেশসহ মোট ২৯টি দেশ থেকে নারী-পুরুষ গৃহকর্মী নিচ্ছে সৌদি আরব। শ্রম কর্তৃপক্ষের বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গৃহশ্রমের দায়িত্বে নিয়োজিত সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সৌদি আরবে গৃহকর্মী সরবরাহকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়। তালিকার শীর্ষে আছে পাকিস্তান, তৃতীয় অবস্থানে ভারত, এরপর ফিলিপাইন ও ইথিওপিয়া। শ্রম নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত ডিজিটাল প্ল্যাটফরম দ্য মুসানেদে গত মাসে নিয়োগের জন্য প্রায় ৭৫ হাজার ৬৫৩ জন চুক্তিবদ্ধ হয়েছেন বলে গালফ নিউজ জানিয়েছে। সৌদি আরবে যাওয়া বিদেশি কর্মীর তালিকার শীর্ষে রয়েছে গৃহকর্মী, গাড়িচালক, বাড়ির কৃষক ও বাবুর্চি। সৌদি রাজতন্ত্র সম্প্রতি শ্রমবাজার নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে। মানবসম্পদ মন্ত্রণালয় বিদেশ থেকে কর্মী নিয়োগে সর্বোচ্চ খরচও বেঁধে দিয়েছে। ভ্যাটসহ কর্মীপ্রতি উগান্ডার জন্য ৯ হাজার ৫০০ রিয়াল, থাইল্যান্ডের জন্য ১০ হাজার, কেনিয়ার জন্য ১০ হাজার ৮৭০, বাংলাদেশের জন্য ১৩ হাজার, শ্রীলঙ্কার জন্য ১৫ হাজার, ফিলিপাইনের জন্য ১৭ হাজার ২৮৮, বুরুন্ডির জন্য ৭ হাজার ৫০০ রিয়াল ও ইথিওপিয়ার জন্য ৬ হাজার ৯০০ রিয়াল খরচ ধরা হয়েছে। দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের অধীনে মুসানেদ প্ল্যাটফরমের মাধ্যমে গ্রাহকরা তাদের অধিকার ও কর্তব্য, ভিসা ইন্স্যুরেন্স, নিয়োগের আবেদন, নিয়োগকর্তা ও শ্রমিকের মধ্যে চুক্তিভিত্তিক সম্পর্কের বিষয়ে জানতে পারবে। কোনো কাজে নিয়োগসহ সার্বিক প্রক্রিয়া এখন থেকে মুসানেদের মাধ্যমে সম্পাদন করতে হবে। এ প্ল্যাটফরমের মাধ্যমে নিয়োগকর্তা ও কাজ পরিবর্তন করতে পারবেন গৃহকর্মীরা।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
বাংলাদেশসহ ২৯ দেশ থেকে গৃহকর্মী নিচ্ছে সৌদি আরব
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর