বরগুনার সাবেক জেলা প্রশাসক (ডিসি) হাবিবুর রহমানের নারীসঙ্গ বিষয়ক অন্তরঙ্গ অবস্থার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় বরগুনাসহ সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায়, বিছানায় শুয়ে ডিসির সঙ্গে গল্প করছেন ওই নারী। এ সময় ডিসির কাছে থাকা ৫০ হাজার টাকা দামের ফোন তিনি উপহার হিসেবে পাওয়ার কথা বলেন। ২২ ব্যাচের ওই কর্মকর্তা সম্প্রতি যুগ্মসচিব পদে উন্নীত হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখায় কর্মরত। জনপ্রশাসন মন্ত্রণালয় এই ভিডিওর ব্যাপারটিকে গুরুত্বসহকারে আমলে নিয়েছে। মন্ত্রণালয় পুরো বিষয়টি খতিয়ে দেখবে। বিষয়টি নিয়ে প্রশাসনে কর্মরত কর্মকর্তা কর্মচারী এবং সাধারণ মানুষের মধ্যে আলোচনা সমালোচনা চলছে। গতকাল এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সাবেক ওই ডিসির বিষয়টি নিয়ে কথা বলব আমরা। ডিজিটালাইজেশনের যুগে অনেক রকম বিষয় থাকে। তাই বিষয়টি আমরা যাচাইবাছাই করব। দায়িত্ব পালন করার ক্ষেত্রে ডিসির কোনো ব্যত্যয় বা চারিত্রিক স্খলন হয়েছে কি না আমরা অবশ্যই দেখব। প্রতিমন্ত্রী বলেন, এর আগেও জামালপুরের ঘটনায় নজির কিন্তু আছে সুতরাং এটাও অবশ্যই আমলে নেব। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেজবাহ উদ্দিন চৌধুরী বলেছেন, সাবেক ডিসি হাবিবুর রহমানের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ঘটনা সত্যি হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভিডিওর ব্যাপারে বরগুনার সাবেক জেলা প্রশাসক হাবিবুর রহমানের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল নম্বরে কল করা হলেও তিনি সাড়া দেননি। জানা যায়, ২০২০ সালের ১৭ ডিসেম্বর হাবিবুর রহমান বরগুনার ডিসি পদে যোগ দেন, চলতি বছরের ৯ জুলাই তাকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব করা হয়। প্রকাশিত ভিডিওতে সাবেক জেলা প্রশাসক ও এক নারী একটি কক্ষে অন্তরঙ্গ মুহূর্তে ও উভয়ের কিছু কথোপকথন রয়েছে। একাধিক সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান ডিসি থাকার সময় ভিডিওতে থাকা ওই নারী প্রায়ই ডিসির বাংলোয় রাতযাপন করতেন। ডিসি তার অফিসে নিয়ে স্টাফদের পরিচয় করিয়ে দিতেন যে ওই নারী তার বান্ধবী। বিমানে, স্পিডবোটে একত্রে ভ্রমণ করতেন তারা। বরগুনার ডিসি অফিসের বিশ্বস্ত সূত্র জানায়, ওই নারীর স্বামী ছিলেন একজন পাইলট। তার একটি বিবাহিত মেয়ে রয়েছে। স্বামী মারা যাওয়ার পর ডিসির সঙ্গে ফেসবুকে পরিচয়। ডিসি তাকে বিয়ের প্রলোভন দিয়ে তাকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরেছেন। নারী ঢাকার ধানমন্ডিতে নিজের বাসায় বসবাস করলেও সঙ্গীর অভাব ছিল। মেয়ে বিয়ে দেওয়ার পর ডিসির সঙ্গে সংসার শুরু করতে চেয়েছিলেন বলেও জানা গেছে। উল্লেখ্য, ২০১৯ সালের শেষের দিকে জামালপুরের সাবেক ডিসি আহমেদ কবির তার এক অফিস সহায়ক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সে সময় খুব সমালোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে তাকে জেলা প্রশাসক পদ থেকে অপসারণ করা হয়। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
শিরোনাম
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
বরগুনার সাবেক ডিসির অন্তরঙ্গ ভিডিওতে তোলপাড়
খতিয়ে দেখে ব্যবস্থা নেবে জনপ্রশাসন মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
তারেক রহমানের ভিশনারি নেতৃত্বে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে : মীর হেলাল
৩৪ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন
শিল্পখাতের নিরাপত্তা চর্চা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
৪৩ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন