অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, দেশের মানুষ ভালো আছে। গতকাল দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন অর্থপ্রতিমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পাওয়া ওয়াসিকা আয়শা খান। অর্থনীতি কি ভালো অবস্থায় আছে, মানুষ কি ভালো আছে- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশের মানুষকে জিজ্ঞেস করেন। আমি মনে করি ভালো আছে। বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে, এটা আরও কমবে। ৫০ হাজার মেট্রিক টন পিঁয়াজ আসছে ভারত থেকে। এগুলো এলে দাম আরও কমে যাবে। আবুল হাসান মাহমুদ আলী বলেন, নতুন একজন প্রতিমন্ত্রী পেয়ে ভালো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কাজের গতি আরও বাড়বে। উল্লেখ অর্থপ্রতিমন্ত্রী গতকালই প্রথম দফতরে আসেন। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা ও তার রাজতৈকি এলাকার নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতিমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করে যাব। তবে অর্থনৈতিক উন্নয়নে সামগ্রিক কাজ চালিয়ে নিতে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে আলাপ করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। আজই প্রথম মন্ত্রণালয়ে এলাম। স্বাধীনতার মাসে যে পবিত্র দায়িত্ব পালনের সুযোগ এলো এটা আমার জন্য সৌভাগ্যের। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করাটা চ্যালেঞ্জের। সারা বিশ্বের সবকিছুর সঙ্গে অর্থের বিষয় জড়িত। অনেক কিছু জানার আছে। কর্মকর্তাদের কাছ থেকে জানব। অর্থমন্ত্রীও তার অভিজ্ঞতার আলোকে আমাকে বিভিন্ন বিষয় জানাবেন। তিনি বলেন, আমি আমার বাবা-মায়ের আদর্শকে সঙ্গী করে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে সহায়তা করব।
শিরোনাম
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
দেশের মানুষ ভালো আছে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর