ইরানের হামলায় হতভম্ব ইসরায়েল পাল্টা হামলা নিয়ে দ্বিধায় রয়েছে। কারণ, গত রবিবার ইরানের হামলাটি ছিল তেলআবিবের কাছে দুঃসাহসিক ও কল্পনাতীত। সব প্রস্তুতি না নিয়ে ইরান এ হামলা চালায়নি বলে তাদের ধারণা। এমন প্রেক্ষাপটে পাল্টা হামলা চালিয়ে কোন পরিণতির শিকার হতে হবে- তা নিয়ে চিন্তায় পড়েছে দেশটি। ফলে সিদ্ধান্ত গ্রহণে তাদের সময়ক্ষেপণের পথ বেছে নিতে হচ্ছে। অন্যদিকে ইরান গত বুধবার সামরিক মহড়ায় দেখিয়ে দিয়েছে, পাল্টা হামলা হলে ইসরায়েলকে সমুচিত জবাব দিতে তেহরান সর্বাত্মক প্রস্তুত রয়েছে। সূত্র : আল জাজিরা, বিবিসি, রয়টার্স। গতকাল ইসরায়েলের গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এবিসি নিউজের এক প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে, আগামী ৩০ এপ্রিলের আগে ইরানে হামলা করবে না ইসরায়েল। ইহুদি ধর্মাবলম্বীদের পাসওভার উৎসব আগামী ২২ এপ্রিল থেকে শুরু করে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। এ উৎসব শেষ হওয়ার আগে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলা চালানোর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে এক মার্কিন কর্মকর্তা এবিসি নিউজকে জানান, ৩০ এপ্রিলের সময়সীমা যে কোনো সময় বদলাতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীসহ দেশটির নেতৃত্ব উচ্চমাত্রায় সতর্ক অবস্থায় আছে। তাদের অধিকাংশই কোনো না কোনো সেফ হাউস অবস্থা ভূগর্ভস্থ বাংকারে অবস্থান করছেন। এবিসি নিউজ ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে জানায়, গত রবিবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল অন্তত দুবার পাল্টা হামলা চালানোর সব ধরনের প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে সে পরিকল্পনা বাতিল করে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের হামলার পর তাৎক্ষণিকভাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেন। এ আলোচনার পরই তিনি আগে থেকে প্রস্তুত করে রাখা পাল্টা হামলার পরিকল্পনা বাতিল করেন। বুধবার কান পাবলিক ব্রডকাস্টার জানায়, ইসরায়েলের মন্ত্রিসভা ইরানের সম্ভাব্য হামলার মাত্রা অনুযায়ী বেশ কিছু প্রতিক্রিয়া-কৌশল অনুমোদন করার পর পাল্টা হামলা শুরুর প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত তা কার্যকর করা হয়নি। উল্লেখ্য, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এরই মধ্যে ইসরায়েলকে যে কোনো প্রতিশোধ নেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছেন। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ রাইসিকে উদ্ধৃত করে বলেছে, তাদের রবিবারের হামলাটি ছিল অত্যন্ত সীমিত মাত্রার। ইরান যদি আরও বড় হামলা চালাতে চায়, তবে জায়নিস্ট সরকারের আর কিছুই অবশিষ্ট থাকবে না।
শিরোনাম
- মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
- বিশ্বে ভূ-রাজনৈতিক পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা
- রংপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্য উপদেষ্টার সাক্ষাৎ
- দিনাজপুরে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
- বোলিং পিচে হেডের ঝড়, ইতিহাস গড়ে সেঞ্চুরি
- বরগুনায় ৪ ভুয়া চিকিৎসক আটক
- সাকিবকে টপকে দেশের সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুল
- সিরাজগঞ্জে অসুস্থ দলীয় কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা
- মৎস্য রপ্তানির নীতিমালা ও প্রস্তুতিতে সরকার কাজ করবে : মৎস্য উপদেষ্টা
- ফের ভূমিকম্পের উৎপত্তিস্থল বাইপালে নয়, নরসিংদীতে: আবহাওয়া অফিস
- আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : ইশরাক
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২
- নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ছাত্রদল সভাপতির মৃত্যু
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাউদ্দিন
- দক্ষিণ আফ্রিকায় জি-২০ শীর্ষ সম্মেলন: বয়কট যুক্তরাষ্ট্রের, তবে থাকছে চমক
- যশোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
- ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ
- বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি প্রস্তুতি
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর