ইরানের হামলায় হতভম্ব ইসরায়েল পাল্টা হামলা নিয়ে দ্বিধায় রয়েছে। কারণ, গত রবিবার ইরানের হামলাটি ছিল তেলআবিবের কাছে দুঃসাহসিক ও কল্পনাতীত। সব প্রস্তুতি না নিয়ে ইরান এ হামলা চালায়নি বলে তাদের ধারণা। এমন প্রেক্ষাপটে পাল্টা হামলা চালিয়ে কোন পরিণতির শিকার হতে হবে- তা নিয়ে চিন্তায় পড়েছে দেশটি। ফলে সিদ্ধান্ত গ্রহণে তাদের সময়ক্ষেপণের পথ বেছে নিতে হচ্ছে। অন্যদিকে ইরান গত বুধবার সামরিক মহড়ায় দেখিয়ে দিয়েছে, পাল্টা হামলা হলে ইসরায়েলকে সমুচিত জবাব দিতে তেহরান সর্বাত্মক প্রস্তুত রয়েছে। সূত্র : আল জাজিরা, বিবিসি, রয়টার্স। গতকাল ইসরায়েলের গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এবিসি নিউজের এক প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে, আগামী ৩০ এপ্রিলের আগে ইরানে হামলা করবে না ইসরায়েল। ইহুদি ধর্মাবলম্বীদের পাসওভার উৎসব আগামী ২২ এপ্রিল থেকে শুরু করে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। এ উৎসব শেষ হওয়ার আগে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলা চালানোর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে এক মার্কিন কর্মকর্তা এবিসি নিউজকে জানান, ৩০ এপ্রিলের সময়সীমা যে কোনো সময় বদলাতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীসহ দেশটির নেতৃত্ব উচ্চমাত্রায় সতর্ক অবস্থায় আছে। তাদের অধিকাংশই কোনো না কোনো সেফ হাউস অবস্থা ভূগর্ভস্থ বাংকারে অবস্থান করছেন। এবিসি নিউজ ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে জানায়, গত রবিবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল অন্তত দুবার পাল্টা হামলা চালানোর সব ধরনের প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে সে পরিকল্পনা বাতিল করে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের হামলার পর তাৎক্ষণিকভাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেন। এ আলোচনার পরই তিনি আগে থেকে প্রস্তুত করে রাখা পাল্টা হামলার পরিকল্পনা বাতিল করেন। বুধবার কান পাবলিক ব্রডকাস্টার জানায়, ইসরায়েলের মন্ত্রিসভা ইরানের সম্ভাব্য হামলার মাত্রা অনুযায়ী বেশ কিছু প্রতিক্রিয়া-কৌশল অনুমোদন করার পর পাল্টা হামলা শুরুর প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত তা কার্যকর করা হয়নি। উল্লেখ্য, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এরই মধ্যে ইসরায়েলকে যে কোনো প্রতিশোধ নেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছেন। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ রাইসিকে উদ্ধৃত করে বলেছে, তাদের রবিবারের হামলাটি ছিল অত্যন্ত সীমিত মাত্রার। ইরান যদি আরও বড় হামলা চালাতে চায়, তবে জায়নিস্ট সরকারের আর কিছুই অবশিষ্ট থাকবে না।
শিরোনাম
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি প্রস্তুতি
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর