ইরানের হামলায় হতভম্ব ইসরায়েল পাল্টা হামলা নিয়ে দ্বিধায় রয়েছে। কারণ, গত রবিবার ইরানের হামলাটি ছিল তেলআবিবের কাছে দুঃসাহসিক ও কল্পনাতীত। সব প্রস্তুতি না নিয়ে ইরান এ হামলা চালায়নি বলে তাদের ধারণা। এমন প্রেক্ষাপটে পাল্টা হামলা চালিয়ে কোন পরিণতির শিকার হতে হবে- তা নিয়ে চিন্তায় পড়েছে দেশটি। ফলে সিদ্ধান্ত গ্রহণে তাদের সময়ক্ষেপণের পথ বেছে নিতে হচ্ছে। অন্যদিকে ইরান গত বুধবার সামরিক মহড়ায় দেখিয়ে দিয়েছে, পাল্টা হামলা হলে ইসরায়েলকে সমুচিত জবাব দিতে তেহরান সর্বাত্মক প্রস্তুত রয়েছে। সূত্র : আল জাজিরা, বিবিসি, রয়টার্স। গতকাল ইসরায়েলের গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এবিসি নিউজের এক প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে, আগামী ৩০ এপ্রিলের আগে ইরানে হামলা করবে না ইসরায়েল। ইহুদি ধর্মাবলম্বীদের পাসওভার উৎসব আগামী ২২ এপ্রিল থেকে শুরু করে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। এ উৎসব শেষ হওয়ার আগে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলা চালানোর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে এক মার্কিন কর্মকর্তা এবিসি নিউজকে জানান, ৩০ এপ্রিলের সময়সীমা যে কোনো সময় বদলাতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীসহ দেশটির নেতৃত্ব উচ্চমাত্রায় সতর্ক অবস্থায় আছে। তাদের অধিকাংশই কোনো না কোনো সেফ হাউস অবস্থা ভূগর্ভস্থ বাংকারে অবস্থান করছেন। এবিসি নিউজ ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে জানায়, গত রবিবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল অন্তত দুবার পাল্টা হামলা চালানোর সব ধরনের প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে সে পরিকল্পনা বাতিল করে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের হামলার পর তাৎক্ষণিকভাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেন। এ আলোচনার পরই তিনি আগে থেকে প্রস্তুত করে রাখা পাল্টা হামলার পরিকল্পনা বাতিল করেন। বুধবার কান পাবলিক ব্রডকাস্টার জানায়, ইসরায়েলের মন্ত্রিসভা ইরানের সম্ভাব্য হামলার মাত্রা অনুযায়ী বেশ কিছু প্রতিক্রিয়া-কৌশল অনুমোদন করার পর পাল্টা হামলা শুরুর প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত তা কার্যকর করা হয়নি। উল্লেখ্য, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এরই মধ্যে ইসরায়েলকে যে কোনো প্রতিশোধ নেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছেন। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ রাইসিকে উদ্ধৃত করে বলেছে, তাদের রবিবারের হামলাটি ছিল অত্যন্ত সীমিত মাত্রার। ইরান যদি আরও বড় হামলা চালাতে চায়, তবে জায়নিস্ট সরকারের আর কিছুই অবশিষ্ট থাকবে না।
শিরোনাম
- ভারতের রাজ্যসভার মনোনীত সাংসদের তালিকায় চার বিশিষ্ট নাগরিক
- জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস
- জুলাই শহীদদের স্মরণে খাবার বিতরণ করল শুভসংঘ বেরোবি শাখা
- অন্নদা স্কুলের দেড়শ বছর উদযাপনের কার্যক্রমের উদ্বোধন
- রাজধানীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
- ভালুকায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
- চলে গেলেন দক্ষিণের কিংবদন্তি অভিনেতা কোটা শ্রীনিবাস রাও
- যে কারণে কমেডিয়ান রোজির নাগরিকত্ব কেড়ে নিতে চান ট্রাম্প
- বনানীতে সড়ক অবরোধ সিএনজি চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
- শাহীন ডাকাত বাহিনীর ক্যাশিয়ার ইকবালসহ গ্রেফতার ২
- মিটফোর্ডে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
- সারা দেশে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি
- এনবিআরের আন্দোলনকে সরকারবিরোধী রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল: জ্বালানি উপদেষ্টা
- সাবেক এমপি নদভীর পিএস গ্রেফতার
- অস্ট্রেলিয়াকে অল্পেই গুঁড়িয়ে দিয়ে স্বস্তিতে নেই উইন্ডিজও
- ঝিনাইদহে ডিবি পরিচয়ে আওয়ামী লীগ নেতাকে অপহরণ, আটক ৪
- এ সপ্তাহে বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় কমিশন : আলী রীয়াজ
- ইউক্রেন যুদ্ধ: রাশিয়ার যেকোনও কাজের প্রতি নিঃশর্ত সমর্থনের ঘোষণা কিমের
- ত্বকের ক্ষতি করতে পারে যেসব খাবার
- দেখার কেউ নেই শাবির অর্ধকোটি টাকার টেনিস কোর্ট
ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি প্রস্তুতি
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর