ইরানের হামলায় হতভম্ব ইসরায়েল পাল্টা হামলা নিয়ে দ্বিধায় রয়েছে। কারণ, গত রবিবার ইরানের হামলাটি ছিল তেলআবিবের কাছে দুঃসাহসিক ও কল্পনাতীত। সব প্রস্তুতি না নিয়ে ইরান এ হামলা চালায়নি বলে তাদের ধারণা। এমন প্রেক্ষাপটে পাল্টা হামলা চালিয়ে কোন পরিণতির শিকার হতে হবে- তা নিয়ে চিন্তায় পড়েছে দেশটি। ফলে সিদ্ধান্ত গ্রহণে তাদের সময়ক্ষেপণের পথ বেছে নিতে হচ্ছে। অন্যদিকে ইরান গত বুধবার সামরিক মহড়ায় দেখিয়ে দিয়েছে, পাল্টা হামলা হলে ইসরায়েলকে সমুচিত জবাব দিতে তেহরান সর্বাত্মক প্রস্তুত রয়েছে। সূত্র : আল জাজিরা, বিবিসি, রয়টার্স। গতকাল ইসরায়েলের গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এবিসি নিউজের এক প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে, আগামী ৩০ এপ্রিলের আগে ইরানে হামলা করবে না ইসরায়েল। ইহুদি ধর্মাবলম্বীদের পাসওভার উৎসব আগামী ২২ এপ্রিল থেকে শুরু করে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। এ উৎসব শেষ হওয়ার আগে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলা চালানোর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে এক মার্কিন কর্মকর্তা এবিসি নিউজকে জানান, ৩০ এপ্রিলের সময়সীমা যে কোনো সময় বদলাতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীসহ দেশটির নেতৃত্ব উচ্চমাত্রায় সতর্ক অবস্থায় আছে। তাদের অধিকাংশই কোনো না কোনো সেফ হাউস অবস্থা ভূগর্ভস্থ বাংকারে অবস্থান করছেন। এবিসি নিউজ ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে জানায়, গত রবিবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল অন্তত দুবার পাল্টা হামলা চালানোর সব ধরনের প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে সে পরিকল্পনা বাতিল করে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের হামলার পর তাৎক্ষণিকভাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেন। এ আলোচনার পরই তিনি আগে থেকে প্রস্তুত করে রাখা পাল্টা হামলার পরিকল্পনা বাতিল করেন। বুধবার কান পাবলিক ব্রডকাস্টার জানায়, ইসরায়েলের মন্ত্রিসভা ইরানের সম্ভাব্য হামলার মাত্রা অনুযায়ী বেশ কিছু প্রতিক্রিয়া-কৌশল অনুমোদন করার পর পাল্টা হামলা শুরুর প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত তা কার্যকর করা হয়নি। উল্লেখ্য, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এরই মধ্যে ইসরায়েলকে যে কোনো প্রতিশোধ নেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছেন। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ রাইসিকে উদ্ধৃত করে বলেছে, তাদের রবিবারের হামলাটি ছিল অত্যন্ত সীমিত মাত্রার। ইরান যদি আরও বড় হামলা চালাতে চায়, তবে জায়নিস্ট সরকারের আর কিছুই অবশিষ্ট থাকবে না।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ