ইরানের হামলায় হতভম্ব ইসরায়েল পাল্টা হামলা নিয়ে দ্বিধায় রয়েছে। কারণ, গত রবিবার ইরানের হামলাটি ছিল তেলআবিবের কাছে দুঃসাহসিক ও কল্পনাতীত। সব প্রস্তুতি না নিয়ে ইরান এ হামলা চালায়নি বলে তাদের ধারণা। এমন প্রেক্ষাপটে পাল্টা হামলা চালিয়ে কোন পরিণতির শিকার হতে হবে- তা নিয়ে চিন্তায় পড়েছে দেশটি। ফলে সিদ্ধান্ত গ্রহণে তাদের সময়ক্ষেপণের পথ বেছে নিতে হচ্ছে। অন্যদিকে ইরান গত বুধবার সামরিক মহড়ায় দেখিয়ে দিয়েছে, পাল্টা হামলা হলে ইসরায়েলকে সমুচিত জবাব দিতে তেহরান সর্বাত্মক প্রস্তুত রয়েছে। সূত্র : আল জাজিরা, বিবিসি, রয়টার্স। গতকাল ইসরায়েলের গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এবিসি নিউজের এক প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে, আগামী ৩০ এপ্রিলের আগে ইরানে হামলা করবে না ইসরায়েল। ইহুদি ধর্মাবলম্বীদের পাসওভার উৎসব আগামী ২২ এপ্রিল থেকে শুরু করে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। এ উৎসব শেষ হওয়ার আগে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলা চালানোর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে এক মার্কিন কর্মকর্তা এবিসি নিউজকে জানান, ৩০ এপ্রিলের সময়সীমা যে কোনো সময় বদলাতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীসহ দেশটির নেতৃত্ব উচ্চমাত্রায় সতর্ক অবস্থায় আছে। তাদের অধিকাংশই কোনো না কোনো সেফ হাউস অবস্থা ভূগর্ভস্থ বাংকারে অবস্থান করছেন। এবিসি নিউজ ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে জানায়, গত রবিবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল অন্তত দুবার পাল্টা হামলা চালানোর সব ধরনের প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে সে পরিকল্পনা বাতিল করে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের হামলার পর তাৎক্ষণিকভাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেন। এ আলোচনার পরই তিনি আগে থেকে প্রস্তুত করে রাখা পাল্টা হামলার পরিকল্পনা বাতিল করেন। বুধবার কান পাবলিক ব্রডকাস্টার জানায়, ইসরায়েলের মন্ত্রিসভা ইরানের সম্ভাব্য হামলার মাত্রা অনুযায়ী বেশ কিছু প্রতিক্রিয়া-কৌশল অনুমোদন করার পর পাল্টা হামলা শুরুর প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত তা কার্যকর করা হয়নি। উল্লেখ্য, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এরই মধ্যে ইসরায়েলকে যে কোনো প্রতিশোধ নেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছেন। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ রাইসিকে উদ্ধৃত করে বলেছে, তাদের রবিবারের হামলাটি ছিল অত্যন্ত সীমিত মাত্রার। ইরান যদি আরও বড় হামলা চালাতে চায়, তবে জায়নিস্ট সরকারের আর কিছুই অবশিষ্ট থাকবে না।
শিরোনাম
- ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস
- বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
- প্রকাশ হলো মাহমুদ মানজুরের বই ‘গীতিজীবন’
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর
ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি প্রস্তুতি
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর