মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে তাঁর দেশ ভারতীয় অংশীদারদের পাশাপাশি এ অঞ্চলের (দক্ষিণ এশিয়া) অন্যান্য দেশের সঙ্গেও যোগাযোগ করেছে। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে কূটনৈতিক আলোচনার আলোকপাত করতে চাই না। তবে আমরা বাংলাদেশের সহিংসতা অবসানের পাশাপাশি জবাবদিহি এবং আইনের শাসনের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল হওয়ার জন্য চাপ অব্যাহত রেখেছি। বেদান্ত প্যাটেল বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
প্রশ্ন ছিল-গত সপ্তাহান্তে পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনকে দুই ভারতীয় আমেরিকান কংগ্রেসম্যান রাজা কৃষ্ণমূর্তি ও শ্রী থানেদার দুটি পৃথক পত্র লিখেছেন বাংলাদেশের হিন্দুদের জীবন রক্ষায় তাঁর (ব্লিঙ্কেন) হস্তক্ষেপ এবং সহায়তা চেয়ে; মন্ত্রী কি চিঠি দুটি পেয়েছেন? তিনি কি এ দুই কংগ্রেসম্যানের উত্থাপিত বিষয়ের সমাধান করেছেন? জবাবে প্যাটেল বলেন, আমি বলতে পারি যে, আমরা কংগ্রেসের অংশীদারদের সঙ্গে নিয়মিত আলোচনায় থাকি। আমি সুনির্দিষ্ট কোনো চিঠি অথবা আলোচনায় যাচ্ছি না। তবে আমাকে শুধু উল্লেখ করতে দিন যে, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সাম্প্রতিক সহিংসতার অবসানে সবাইকে শান্ত হওয়ার জন্য ড. ইউনূসের আহ্বানকে স্বাগত জানাচ্ছি। এবং সেই সঙ্গে নিরাপত্তাব্যবস্থা পুনরুদ্ধার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের সুরক্ষায় নয়া এ সরকারের ফোকাসকেও স্বাগত জানাচ্ছি।