বাংলাদেশ প্রতিদিন-এর দাম ২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আজ রবিবার (১ সেপ্টেম্বর) থেকে প্রতি কপির দাম ১০ টাকা। সংবাদপত্রে ব্যবহার্য কাগজের মূল্য ও ছাপার ব্যয় বৃদ্ধি এবং প্রত্যক্ষ-পরোক্ষভাবে এ পত্রিকার ওপর নির্ভরশীলদের জীবনযাত্রার বর্ধিত ব্যয় সমন্বয়ের লক্ষ্যে এ সিদ্ধান্ত নিতে হয়েছে। প্রিয় পাঠক-গ্রাহক, আশা করি বাস্তব পরিস্থিতি বিবেচনা করে অতীতের মতোই বাংলাদেশ প্রতিদিন-এর প্রতি আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন।
-সম্পাদক