ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের ধর্মঘট থাকায় শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া শিশুর চিকিৎসা মেলেনি। নার্সরাও নিতে পারেননি কোনো ব্যবস্থা। বিনাচিকিৎসায় মৃত্যু হয় তার। গতকাল বিকাল ৩টা ১১ মিনিটের দিকে শিশুটির মৃত্যু হয়। উপস্থিত সাংবাদিকদের চাপের মুখে জরুরি বিভাগের এক চিকিৎসক এসে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চলে যান। এ ঘটনা ঘটে ২৫০ শয্যার কক্সবাজার সদর হাসপাতালে। ধর্মঘট শুরুর এক ঘণ্টার মধ্যে শিশুটির মৃত্যু হয় বলে জানান স্বজনরা। মহেশখালী উপজেলার মাতারবাড়ীর দিনমজুর গোলাম মোস্তফা ও নাজনিন সুলতানার তিন মাস পাঁচ দিন বয়সি শিশুটি শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয় শনিবার বিকালে। সে থেকে চিকিৎসাধীন ছিল সদর হাসপাতালে।
শিশুটির মা নাজনিন সুলতানা বলেন, ১০ মিনিট আগেও আমার সন্তান ভালো ছিল। ধর্মঘটের বিষয়ে জানা ছিল না। যখন পরিস্থিতি খারাপ বা শ্বাসকষ্ট শুরু হয় তখন ডাক্তারের রুমে গিয়ে দেখি ডাক্তার নেই। নার্সদের বললাম তারাও কোনো ব্যবস্থা নেয়নি। পরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সাংবাদিকদের উদ্দেশে শিশুটির মা বলেন, আপনারা আসার পর চিকিৎসক এসে মারা গেছে বলে চলে যান। সরেজমিন শিশু ওয়ার্ড ঘুরে দেখা যায়, বিকাল ৪টা ৩ মিনিট পর্যন্ত মেডিকেল সার্জন বা ইন্টার্ন চিকিৎসকদের কক্ষে কেউ নেই। নার্সরা আগে দেওয়া মেডিসিন ছাড়া আর কিছু দিতে পারছেন না। ডাক্তার না থাকায় বিপাকে পড়েছেন রোগীরা। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, ধর্মঘট করছে ইন্টার্নরা। হাসপাতালের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা চালানো হচ্ছে। তবে শিশু মৃত্যুর বিষয়টি তার জানা নেই।