ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, মানুষ যুগে যুগে বৈষম্যের শিকার হয়ে বৈষম্যবিরোধী আন্দোলন করেছে। বৈষম্যবিরোধী আন্দোলনের পরও আমরা দেখছি একটি মহল চাঁদাবাজি এবং দখলদারিত্ব শুরু করেছে। আমরা এমন বাংলাদেশ চাইনি। গতকাল বিকালে বরিশালের মুলাদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মুলাদী থানা শাখার সভাপতি এফ এম মাইনুল ইসলামের সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা কাওছারুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস হাসান, ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা কে এম শরীয়তুল্লাহ প্রমুখ।