ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, যে তিনটি মৌলিক আকাক্সক্ষা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, ৫৩ বছরেও তা বাস্তবায়ন হয়নি। বরং শাসক রাজনৈতিক দলগুলো দেশকে পাঁচবার শীর্ষ চোরের দেশের তকমা এনে দিয়েছে। তিনি বলেন, এখনো স্বার্থান্বেষী রাজনৈতিক দলগুলো দেশটা সেই পথে পরিচালিত করতে চায়। কিন্তু তা কখনোই বাস্তবায়ন করতে দেওয়া হবে না। গতকাল বিকালে যশোর শহরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের যশোর জেলা শাখার উদ্যোগে ‘ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রবর্তন এবং কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এ জনসভার আয়োজন করা হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মিথ্যাচার করে বৈধতা হারিয়েছেন দাবি করে চরমোনাই পীর বলেন, রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন। ফলে তার ওই পদে থাকার নৈতিক বৈধতা আর নেই। সম্মান রক্ষার্থে নিজ উদ্যোগেই তার পদত্যাগ করা উচিত।
তিনি আরও বলেন, সংবিধান মেনে ছাত্র-জনতার আন্দোলন হয়নি। তাই সংবিধানের দোহাই দিয়ে অস্থিরতা সৃষ্টির সুযোগ কাউকে দেওয়া হবে না। একটি কল্যাণরাষ্ট্র গঠনে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) বা জাতীয় সরকার পদ্ধতির নির্বাচনি ব্যবস্থা চালু করতে হবে। তাহলেই জনগণের আকাক্সক্ষা বাস্তবায়ন করা সম্ভব হবে। কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না। সমাবেশে সভাপতিত্ব করেন দলের যশোর জেলা শাখার সভাপতি মিয়া মুহাম্মদ আবদুল হালিম। বক্তব্য রাখেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, উপদেষ্টা অধ্যক্ষ নাজমুল হুদা প্রমুখ।