২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাই কোর্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচারের প্রতিফলন হয়েছে বলে মনে করে দলটি। গতকাল হাই কোর্টের রায় ঘোষণার পর রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ সন্তুষ্টি প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাই কোর্টের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের আমলে এ মামলার ন্যায়বিচার হয়নি। তার বড় প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ কাহার আকন্দকে যেদিন নিয়ে এসে তদন্তকারী নিয়োগ করল, সেদিনই বোঝা গেছে সরকারের একটি অশুভ মনোভাব রয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রশক্তি ব্যবহার করে, জোর করে তারেক রহমানসহ বিএনপির অন্য নেতাদের সাজা দেবে, শাস্তি দেবে- এটাই ছিল তাদের উদ্দেশ্য। আমি বলব আজ ন্যায়বিচার হয়েছে, হাই কোর্ট যথার্থ বিচার করেছেন। আমরা দীর্ঘদিন ন্যায়বিচারের জন্য যে সংগ্রাম করেছি, তার কিছুটা হলেও আজ প্রতিফলিত হয়েছে।
সংবাদ সম্মেলন শেষে রুহুল কবির রিজভীর নেতৃত্বে নয়াপল্টনে আনন্দ মিছিল বের করা হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী মিছিলে অংশ নেন। সন্ধ্যার আগে নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আনন্দ মিছিলটি আবার নয়াপল্টনে এসে শেষ হয়। মিছিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ঢাকা মহানগরী দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, যুবদলের কামরুজ্জামান জুয়েল, এনামুল হক এনাম, শরিফ উদ্দিন জুয়েল, রবিউল ইসলাম নয়ন, মেহেবুব মাসুম শান্ত, সাজ্জাদুল মিরাজ, সেলিনা সুলতানা নিশিতা, আরিফা সুলতানা রুমা, সঞ্চিতা উর্মি প্রমুখ।