আগামী ডিসেম্বর বা পরের বছরের জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন- প্রধান উপদেষ্টা ড. ইউনূসের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, কাদের সুবিধা দেওয়ার জন্য, কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা ডিসেম্বর-জুনে আসা-যাওয়া করছেন? এক জায়গায় স্থির থাকতে পারছেন না কেন? এই রকম শিপ্টিং (সিদ্ধান্ত পরিবর্তন) জাতি এবং আন্তর্জাতিক বিশ্ব ভালোভাবে নেবে না। তিনি আরও বলেন, নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না। আপনারা অবশ্যই অনির্বাচিত। সেটা প্রতিদিন আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রতিনিধি সম্মেলনে ভাসানী অনুসারী পরিষদ থেকে ‘ভাসানী জনশক্তি পার্টি’ নামে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। দলটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন শেখ রফিকুল ইসলাম বাবলু এবং মহাসচিবের দায়িত্ব পেয়েছেন ড. আবু ইউসুফ সেলিম। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আপনারা কথা দিয়েছিলেন ডিসেম্বর জাতীয় নির্বাচনকে সামনে রেখে সব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। নির্বাচন কমিশন বলেছিল তাদের নির্বাচনের প্রস্তুতি আগামি জুন মাসের ভিতরে সমাপ্তি হবে। এখন সেই কথা যদি আমরা বলি তাহলে গণতন্ত্রের পক্ষের শক্তি ও দলগুলো এই সমর্থনে কথা বলতে উচ্চকিত হচ্ছে না কেন জানি? ‘জনগণ নাকি গণ অভ্যুত্থানের মাধ্যমে উনাদের নির্বাচিত করেছে’- মৎস্য উপদেষ্টা ফরিদা আখতারের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, তাহলে এ দেশে নির্বাচন কমিশন আছে কেন? গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না। আপনারা অবশ্যই অনির্বাচিত। সালাহউদ্দিন আহমেদ স্বরাষ্ট্র উপদেষ্টা কথা উল্লেখ করে বলেন, মানুষ নাকি বলছে, মানুষ তাদের পাঁচ বছরের জন্য চায়, আর স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে তো আমরাও বহু কমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। এটা কি উনি (স্বরাষ্ট্র উপদেষ্টা) দেখেননি? গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উল্টো দিকে যাত্রা শুরু করবেন, নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন, এটা কি গণতন্ত্রের জন্য শুভ? এটা কি গণ অভ্যুত্থানের জনআকাক্সক্ষা এবং প্রত্যাশা ছিল? কাদের আপনারা উৎসাহিত করছেন? কোন গণতান্ত্রিক শক্তিকে আপানারা সুবিধা দিচ্ছেন?
শিরোনাম
- ‘ব্রেক দ্য সাইলেন্স’ কর্মসূচি ঘোষণা জবির আন্দোলনকারীদের
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটির সিএসই প্রোগ্রামের পরিদর্শন ইউজিসি’র
- তিন দফা দাবিতে দক্ষিণবঙ্গ অচলের হুঁশিয়ারি ববি শিক্ষার্থীদের
- মাদারীপুরে শ্রমিক লীগ নেতা গ্রেফতার
- গৌরনদীতে খালে গোসলে গিয়ে গৃহবধুর মৃত্যু
- খানসামায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখায় ফার্মেসিকে জরিমানা
- ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথম সামরিক মহড়া ইরানের
- আইসিসির চার কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- অফিসিয়াল পাসপোর্টে ভিসা ছাড়াই পাকিস্তান সফর করা যাবে : প্রেস সচিব
- জামিন পেলেন ইমরান খান, মুক্তির বিষয়ে যা জানা গেল
- বগুড়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- ভেনিজুয়েলা উপকূলের কাছে তিনটি যুদ্ধজাহাজ পাঠাল যুক্তরাষ্ট্র
- বগুড়ায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
- তত্ত্বাবধায়ক নিয়ে রিভিউ শুনানি ২৬ আগস্ট
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১
- রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা
- অনুভূতিহীন তথাকথিত কবি-শিল্পীরা ১৫ আগস্ট শোক জানিয়েছে : রিজভী
- বীরগঞ্জে জলাশয়ে পোনামাছ অবমুক্ত
- ইউক্রেনে একরাতে ছয় শতাধিক ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রাশিয়ার
- নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইউক্রেন : জেলেনস্কি