সাভারে বাবাকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোরে সাভার পৌরসভার মজিদপুর কাঁঠালবাগান এলাকার একটি বাসা থেকে পুলিশ লাশ উদ্ধার এবং অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করে। ওই তরুণীর নাম জান্নাতুল জাহান শিফা। জানা যায়, ওই তরুণী জাতীয় সেবা ৯৯৯-এ ফোন করে জানান, তিনি তার বাবাকে খুন করেছেন। আত্মসমর্পণ করতে চান এবং দ্রুত পুলিশ পাঠানোর কথা বলেন। খুনের কারণ হিসেবে তিনি দাবি করেন, বাবা তাকে চার বছর ধরে ধর্ষণ করে আসছিলেন। ২০২২ সালে নাটোরের সিংড়া থানায় বাবার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন তিনি। দীর্ঘদিন জেল খেটে জামিনে মুক্ত হন তার বাবা। গত রাতে আবার ধর্ষণ করায় তিনি বাবাকে খুন করেন। পুলিশ জানায়, সাভার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ছাড়া খুনের অভিযোগে জান্নাতুল জাহান শিফাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আরও জানায়, নিহতের নাম আবদুস সাত্তার (৫৫)। তিনি নাটোরের সিংড়া থানার ভগা গ্রামের বাসিন্দা। স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে নিয়ে সাভারের মজিদপুর কাঁঠালবাগান এলাকায় একটি বাড়ির পঞ্চম তলায় ভাড়া থাকতেন। করতেন অনলাইনে কাপড়ের ব্যবসা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিফা জানান, তার বাবা তাকে শারীরিক নির্যাতন করতেন। যে কারণে বুধবার রাতে খাবারের সময় তার ভাতের সঙ্গে ২০টি ঘুমের ওষুধ মিশিয়ে দেন। পরে ভোর ৪টার দিকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও তরুণীকে আটক করা হয়েছে। তরুণীর মা মৃতের তৃতীয় স্ত্রী ছিলেন। তরুণীর পাঁচ বছর বয়সে তার মা মারা যান। ২০১৯ সাল থেকে বাবা তাকে বিভিন্ন সময় ধর্ষণ করেন। ২০২৩ সালে তরুণী বাবার বিরুদ্ধে নাটোর আদালতে ধর্ষণের অভিযোগে একটি মামলাও করেন। এরপর বিভিন্ন সময়ে মেয়েকে মামলা তুলে নিতে চাপ দেন বাবা। একপর্যায়ে মেয়ের বিরুদ্ধে চুরির মামলাও করেন। পরে সাভারে ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেন আবদুস সাত্তার। চলতি বছরের শুরুর দিকে ওই বাসায় আসেন তার মেয়ে। এর পর থেকে মেয়েকে মামলা তুলে নিতে চাপ দিতে থাকেন তিনি।
শিরোনাম
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- শেখ হাসিনা-রেহানার মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
নির্যাতনের গুরুতর অভিযোগ
বাবাকে হত্যা করে পুলিশে ফোন মেয়ের
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর