সাভারে বাবাকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোরে সাভার পৌরসভার মজিদপুর কাঁঠালবাগান এলাকার একটি বাসা থেকে পুলিশ লাশ উদ্ধার এবং অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করে। ওই তরুণীর নাম জান্নাতুল জাহান শিফা। জানা যায়, ওই তরুণী জাতীয় সেবা ৯৯৯-এ ফোন করে জানান, তিনি তার বাবাকে খুন করেছেন। আত্মসমর্পণ করতে চান এবং দ্রুত পুলিশ পাঠানোর কথা বলেন। খুনের কারণ হিসেবে তিনি দাবি করেন, বাবা তাকে চার বছর ধরে ধর্ষণ করে আসছিলেন। ২০২২ সালে নাটোরের সিংড়া থানায় বাবার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন তিনি। দীর্ঘদিন জেল খেটে জামিনে মুক্ত হন তার বাবা। গত রাতে আবার ধর্ষণ করায় তিনি বাবাকে খুন করেন। পুলিশ জানায়, সাভার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ছাড়া খুনের অভিযোগে জান্নাতুল জাহান শিফাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আরও জানায়, নিহতের নাম আবদুস সাত্তার (৫৫)। তিনি নাটোরের সিংড়া থানার ভগা গ্রামের বাসিন্দা। স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে নিয়ে সাভারের মজিদপুর কাঁঠালবাগান এলাকায় একটি বাড়ির পঞ্চম তলায় ভাড়া থাকতেন। করতেন অনলাইনে কাপড়ের ব্যবসা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিফা জানান, তার বাবা তাকে শারীরিক নির্যাতন করতেন। যে কারণে বুধবার রাতে খাবারের সময় তার ভাতের সঙ্গে ২০টি ঘুমের ওষুধ মিশিয়ে দেন। পরে ভোর ৪টার দিকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও তরুণীকে আটক করা হয়েছে। তরুণীর মা মৃতের তৃতীয় স্ত্রী ছিলেন। তরুণীর পাঁচ বছর বয়সে তার মা মারা যান। ২০১৯ সাল থেকে বাবা তাকে বিভিন্ন সময় ধর্ষণ করেন। ২০২৩ সালে তরুণী বাবার বিরুদ্ধে নাটোর আদালতে ধর্ষণের অভিযোগে একটি মামলাও করেন। এরপর বিভিন্ন সময়ে মেয়েকে মামলা তুলে নিতে চাপ দেন বাবা। একপর্যায়ে মেয়ের বিরুদ্ধে চুরির মামলাও করেন। পরে সাভারে ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেন আবদুস সাত্তার। চলতি বছরের শুরুর দিকে ওই বাসায় আসেন তার মেয়ে। এর পর থেকে মেয়েকে মামলা তুলে নিতে চাপ দিতে থাকেন তিনি।
শিরোনাম
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতির তথ্য চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৬
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
নির্যাতনের গুরুতর অভিযোগ
বাবাকে হত্যা করে পুলিশে ফোন মেয়ের
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর