বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে কোনো সংখ্যাগরিষ্ঠ রাজনীতি হবে না। দেশ পরিচালনা হবে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণের মাধ্যমে এবং প্রত্যেক নাগরিকের পরিচয় হচ্ছে বাংলাদেশি। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। তাই এ রাষ্ট্রে, সমাজে, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না। গতকাল নগরীর বৌদ্ধমন্দিরের ডিসি হিলের সামনে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সম্মিলিত বুদ্ধপূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে শান্তি শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শান্তি শোভাযাত্রায় ৬১টি সংগঠন অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি বৌদ্ধমন্দিরের সামনে থেকে শুরু হয়ে এনায়েতবাজার, জুবিলী রোড, নিউমার্কেট, কোতোয়ালি মোড়, লালদীঘির পাড়, আন্দরকিল্লা, চেরাগী মোড় হয়ে পুনরায় বৌদ্ধমন্দিরে গিয়ে শেষ হয়।
উদযাপন পরিষদের সভাপতি সাবেক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়ার সভাপতিত্বে শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিএমপির উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন, আর কে কে বাংলাদেশের ব্রাঞ্চ মিনিস্টার মি. মরি মাসানোবু, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।