নাসুম আহমেদ ইনিংসের প্রথম বলে সেদিকুল্লাহর উইকেটটা শিকার করতেই গ্যালারিতে লাল-সবুজের পতাকা নিয়ে উল্লাসে মেতে উঠল বাংলাদেশের হাজারো দর্শক। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এ উল্লাস চলল ম্যাচজুড়েই। ম্যাচের পরও উৎসব করতে করতেই বাড়ি ফিরল বাংলাদেশের সমর্থকরা। আফগানিস্তানের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় পেয়েছে লিটনবাহিনী। তবে জয়ের পরও অপেক্ষায় থাকতে হচ্ছে বাংলাদেশকে। কাল আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের পরই নির্ধারিত হবে টাইগারদের সুপারফোর ভাগ্য।
গতকাল টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করে। দুই ওপেনারের ঝোড়ো গতির ব্যাটিংয়ে বড় ইনিংসের আশা জাগান টাইগাররা। সাইফ হাসান ৩০ ও তানজিদ হাসান ৫২ রান করে দলকে শক্ত ভিত এনে দেন। তবে এরপর আফগান বোলারদের সামলে রানের গতি ধরে রাখতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৫৪ রানে শেষ হয় লিটনবাহিনীর ইনিংস। জবাবে ২০ ওভারে ১৪৬ রান করে অলআউট হয় আফগানিস্তান। ৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
আফগানিস্তানের ইনিংসে রোমাঞ্চ ছড়িয়ে দেন দুই দলের ক্রিকেটাররা। কখনো আফগানিস্তানের গুরবাজ, আজমতুল্লাহ, রশিদ খানরা ম্যাচটা নিজেদের দিকে টেনে নিয়েছেন চার-ছক্কার মারে। আবার কখনো নাসুম, রিশাদ, মুস্তাফিজ, তাসকিনরা উইকেট শিকার করে গতি থামিয়েছেন আফগানদের। শেষ পর্যন্ত জয় হয়েছে বাংলাদেশেরই। ম্যাচসেরা হয়েছেন নাসুম আহমেদ। গতকালের জয়ের পরও রানরেটে খুব একটা এগোতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কা ৪ পয়েন্ট ও +১.৫৪৬ রানরেট নিয়ে শীর্ষে আছে। ৪ পয়েন্ট ও -০.২৭০ রানরেট নিয়ে ২ নম্বরে বাংলাদেশ। আফগানদের সংগ্রহ ২ পয়েন্ট। তাদের রানরেট +২.১৫০। পরের ম্যাচে লঙ্কানদের বিপক্ষে জিতলেই আফগানরা সুপারফোর খেলবে। সে ক্ষেত্রে বাংলাদেশকে জটিল সমীকরণ কষতে হবে। তবে শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ খেলবে সুপারফোরে।