আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি মিথুন রাশির জাত ব্যক্তি। আপনার ওপর আজ বোধনশক্তির কারক গ্রহ বুধ, বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতু ও সেনাপতি মঙ্গলের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে ধনু রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সাহায্য-সহযোগিতাপ্রাপ্ত হবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।
মেষ [২২ মার্চ-২০ এপ্রিল]
কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতাপ্রাপ্ত হবেন। শিক্ষার্থীদের হাতে নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হয়ে পড়বে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগতে পারে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহবিবাদের মীমাংসা হবে। সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। প্রেমিকযুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। দ্বিচক্রযান বর্জন করুন।
মিথুন [২১ মে-২০ জুন]
গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভাইবোনদের সঙ্গে দীর্ঘদিনের কলহবিবাদের মীমাংসা হবে। বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন। দূর থেকে আসা কোনো সংবাদ বেকারদের মুখে হাসির ঝলক ফোটাবে। লৌকিকতায় প্রচুর ব্যয় হবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। ব্যবসা-বাণিজ্যে প্রচুর লাভবান হবেন। দীর্ঘদিনের ধারকর্জ ও ঋণমুক্তির পথ প্রশাস্ত হবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। অবশ্য অত্যাবশ্যকীয় ভ্রমণে কোনো না কোনো বাধা এসে হাজির হবে। শত্রুরা পরাস্ত হতে বাধ্য হবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
দুর্যোগের মেঘ সরে যাবে। যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতাপ্রাপ্ত হবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণ এমনকি কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে গমন করবেন।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে শ্রম অনুপাতে ফল লাভ করা কঠিন হবে। বাড়ির ইলেকট্রনিক্স সামগ্রী বিদ্যুতিক মিটার পানির কল ও যানবাহন মেরামতে নাজেহাল হয়ে পড়তে হবে। রাগ জেদ হঠকারী সিদ্ধান্ত পরিত্যাগ করা শ্রেয় হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
পাওনা টাকা আদায় ও আটকে থাকা বিল পাস হবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। হারানো ধনসম্পদ ব্যবসা ফিরে পাওয়ার পথ খুলবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
বেকার যুবক-যুবতীরা কর্মের সন্ধান পাবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। বিদ্যার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হয়ে পড়বে। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
দীর্ঘদিনের প্ল্যান-প্রোগ্রাম আর স্বপ্নসাধ পূরণ হবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভকর হবে। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে। দ্রুতগতির বাহন বর্জন করতে হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
ভ্রমণকালীন সতর্কতার সঙ্গে চলাফেরা করুন। নচেৎ চোর চিটিংবাজ অজ্ঞান পার্টির খপ্পরে পড়তে হবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলা শ্রেয় হবে। অবশ্য সংকটকালে পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
বিবাহযোগ্যদের বিবাহকার্য সুসম্পন্ন হবে। জীবনসাথী বা সঙ্গীদের কর্মপ্রাপ্তির পথ প্রশস্ত হবে। নিঃসন্তান দম্পতিরা কোনো না কোনো শুভসংবাদ পাবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। লৌকিকতায় যেমন ব্যয় হবে, তেমনি উপহারও পাবেন।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
যারা দীর্ঘদিন ধরে ব্যাধিপীড়ায় ভুগছেন তাদের রোগমুক্তির পথ প্রশস্ত হবে। শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি দেখা দেবে। ব্যবসা-বাণিজ্যে গতিশীলতা বর্জায় থাকবে। কল-কারখানার উৎপাদন ব্যাহত হবে। দ্রুতগতির বাহন বর্জন করা শ্রেয় হবে।