বুধবার, ২২ জুন, ২০১৬ ০০:০০ টা

স্মার্টফোনে ইন্টারনেট খরচ কমাতে করণীয়

ইনফোটেক ডেস্ক

স্মার্টফোনে ইন্টারনেট খরচ কমাতে করণীয়

১.প্রথম পদক্ষেপ হিসেবে নিজের স্মার্টফোনের ডাটা খরচের হিসাব রাখুন। ‘অন’ করে রাখুন ডাটা ট্র্যাকিং। ২. আইওএস বিল্ট ইন ডাটা ইউসেজ ট্র্যাকার থাকে। সেটিংস অপশনে গিয়ে দেখে নিন কোন অ্যাপস সব থেকে বেশি ব্যাকগ্রাউন্ড ডাটা খরচ হয়েছে। বুঝেশুনে সেই অ্যাপসের ব্যাকগ্রাউন্ড ডাটা ‘ডিসেবল’ করে দিন। ৩. স্মার্টফোনে ইনস্টল করুন অনাভো কাউন্ট অ্যাপসটি। তারপর কারেন্ট ডাটা প্ল্যানটির সমস্ত তথ্য দিন। এই অ্যাপসটি আপনার ডাটা খরচকে ট্র্যাক করবে ও আপনাকে নিয়মিত রিপোর্ট দেবে। ৪. অ্যান্ড্রয়েড এবং  আইওএস ফোনের জন্য ইনস্টল করুন  মাই ডাটা ম্যানেজার অ্যাপটি। শুধু ফোনে নয়, মাল্টিপল ডিভাইসেও যদি ওয়াই-ফাই ও থ্রিজি ব্যবহার করেন, তাহলে ডাটা ইউসেজের হিসাব রাখতে সাহায্য করবে।

সর্বশেষ খবর