ভারতের পাঞ্জাব রাজ্যের 'পাঠানকোট' বিমান ঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। আজ সকালের দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলার প্রেক্ষিতে নিরাপত্তাবাহিনীর সদস্যদের সঙ্গে গোলাগুলিতে চার হামলাকারীর মৃত্যু হয়েছে। জঙ্গিদের সঙ্গে গোলাগুলির সময় ২ জন নিরাপত্তাবাহিনীর সদস্যও প্রাণ হারিয়েছেন। খবর দ্য হিন্দু ও টাইমস অব ইন্ডিয়ার
সন্ত্রাসীরা সামরিক পোশাক পরে এ হামলা চালায়। হামলাকারীদের সঙ্গে পাকিস্তানের 'লিংক' আছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা ছিল সন্ত্রাসীদের। তবে তা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় নিরাপত্তাবাহিনীর সদস্যরা।
এদিকে, পাঠানকোটে সন্ত্রাসী হামলার ঘটনায় পরিস্থিতি মোকাবিলায় দেশটির বিমানবাহিনী নেতৃত্ব দিচ্ছে। দুই কলাম আর্মিও মোতায়েন করা হয়েছে। বিশেষ বাহিনীর সদস্যদেরও ডাকা হয়েছে। সন্ত্রাসবিরোধী অভিযানেরও পরিকল্পনা নেয়া হয়েছে।
অপরদিকে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তিনি শিগগিরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানকোট হামলার উপর ব্রিফিং করবেন।
বিডি-প্রতিদিন/২ জানুয়ারি ২০১৬/শরীফ