পরিবেশ দূষণ কমাতে শুক্রবার নতুন বছরের শুরুর দিনেই জোড়-বিজোড় তত্ত্ব মেনে দিল্লিতে শুরু হয় গাড়ি চলাচল। প্রথম দিনেই দিল্লির রাজপথে নামে বিজোড় সংখ্যার গাড়ি। ঠিক একইভাবে শনিবার দেখা যায় জোড় সংখ্যার গাড়ি। আর সেই তত্ত্ব মেনেই নিজের বিজোড় সংখ্যার গাড়িটিকে বাসায় রেখে সাইকেল চেপে অফিসে গেলে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া।
বাসা থেকে বেরিয়ে সাইকেল নিয়ে তিনি প্রথমে যান দিল্লির অল ইন্ডিয়া রেডিও অফিসে। সেখানে একটি লাইভ শো-তে অংশ নেন শিশোদিয়া। সেখান থেকে দিল্লির সচিবালয়ে ঢোকেন তিনি।
এর আগে, এদিন সকালেই টুইট করে শিশোদিয়া জানান, ‘সুপ্রভাত দিল্লি! দূষণ প্রতিরোধের বিরুদ্ধে দ্বিতীয় দিনের জন্য লড়াইয়ে প্রস্তুত হও। প্রথম দিনই জোড়-বিজোড় তত্ত্ব খুব সফল হয়েছে’।
শুক্রবার ১ জানুয়ারি প্রথম দিনেই নিয়ম না মানায় কয়েক হাজার প্রাইভেট গাড়িকে নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে একটি হলো ভারতের রাজধানী নয়াদিল্লি। তাই দূষণ কমাতে আগামী ১৫ দিন (১ থেকে ১৫ জানুয়ারি) এই জোড়-বিজোড় তত্ত্ব মেনেই রাজপথে গাড়ি চলাচল করবে। সকাল থেকে রাত ৮টা পর্যন্ত এই নিয়ম বজায় থাকবে। এই উদ্যোগকে সফল করতে কয়েকশ ট্রাফিক পুলিশ এবং স্বেচ্ছাসেবককেও রাস্তায় নামানো হয়েছে। পাশাপাশি হাতে ফেস্টুন, পোস্টার এবং মুখে মাস্ক লাগিয়ে এই উদ্যোগকে সফল করতে পথে নেমেছে ছোট বাচ্চারাও।
বিডি-প্রতিদিন/০২ জানুয়ারি, ২০১৫/মাহবুব