আফগানিস্তানের উত্তরের শহর মাজার-ই-শরিফে আজ রবিবার রাতে ভারতীয় কনস্যুলেটে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
ভারতে পাঞ্জাব রাজ্যের পাঠানকোটে ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটি এলাকায় সন্ত্রাসী হামলার পরই আফগানিস্তানে ভারতের কনস্যুলেটে এই হামলার ঘটনা ঘটল।
স্থানীয় গভর্নরের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, অজ্ঞাত সংখ্যক হামলাকারী আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেটের ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় দুটো বিস্ফোরণ ও গুলির শব্দ পাওয়া গেছে। তবে হতাহতের ব্যাপারে কিছু জানা যায়নি।
বিডি-প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ