ডেভিড ক্যামেরন লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিট ছাড়লেও কনজারভেটিভ পার্টির এই নেতার সময়কালে ওই বাসভবনে আনা বিড়াল 'ল্যারি' থাকছেন। খবর বিবিসির।
বুধবার রানির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছাড়বেন নেতা ক্যামেরন। তার স্থানে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে ওই বাড়ির নতুন বাসিন্দা হচ্ছেন টেরিসা মে।
তবে পদত্যাগের পর ক্যামেরন ১০ নম্বর ডাউনিং স্ট্রিট ছাড়লেও বিড়াল ল্যারিকে কোথাও যেতে হচ্ছে না।
যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ বিভাগের একজন মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, “ল্যারি সরকারি বিড়াল, ক্যামেরনের ব্যক্তিগত প্রাণি নয়। সুতরাং সে থাকছে।”
২০১১ সালে লাইভ টিভি সম্প্রচারের মধ্যে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের দড়জায় বিরাট এক কালো ইঁদুরের মুখ দেখা যাওয়ার পর বাটারসি ডগস অ্যান্ড ক্যাটস হোম ওই বাড়িতে আসা ল্যারিকে।
পরবর্তীতে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বহু ছবিতে উঁকি দিতে দেখা গেছে। ইঁদুর ধরার কাজে দক্ষতার কারণে ল্যারিকে আদর করে ব্রিটেনের মন্ত্রিপরিষদ বিভাগের ‘প্রধান শিকারি বিড়াল’ বলা হয়।
বিডি-প্রতিদিন/১৩ জুলাই, ২০১৬/মাহবুব