ভারতের হায়দারাবাদ থেকে আরও ২ জন সন্দেহভাজন আইএস সদস্যকে আটক করেছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। এর আগে গ্রেফতার আরো ৫ জন সন্দেহভাজন আইএস সদস্যকে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা ও উৎসাাহিত করার অভিযোগে তাদের আটক করা হয়।
আতাউল্লাহ রহমান ও ইয়াসির নেয়ামতুল্লাহ নামে ওই দুই যুকককে গতকাল শহরের আলাদা আলাদা জায়গা থেকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে এনঅাইএ'র নামপালিস্থ বিশেষ আদালতে উপস্থাপন করে রিমান্ডের আবেদন করা হয়। আদালত তাদেরকে জুডিশিয়াল কাস্টোডিতে রিমান্ডের অনুমতি দেন। ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা ও যুদ্ধ ঘোষণার পরিকল্পনা তারা নিয়েছিল বলে রিমান্ডের প্রতিবেদনে বলা হয়েছে। খবর দ্য হিন্দুর
বিডি-প্রতিদিন/১৩ জুলাই ২০১৬/শরীফ