সিরিয়ায় অস্ত্রবিরতি চুক্তির গুরুত্বপূর্ণ কয়েকটি শর্ত পালিত না হওয়ায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
শুক্রবার শীর্ষ জাতীয় নিরাপত্তা সহকারীদের সঙ্গে আলোচনার পর এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।
আলেপ্পোতে বোমাবর্ষণ বন্ধ ও মানবিক সহায়তা পাঠাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া একমত হওয়ার এক সপ্তাহ পর জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে চুক্তির আংশিক বাস্তবায়নের বিষয়টি উঠে আসে।
হোয়াইট হাউস জানায়, সিরিয়ায় সহিংসতা হ্রাস পাওয়া সত্ত্বেও দেশটির সরকারি বাহিনী গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা প্রদান অব্যাহতভাবে বন্ধ করে দেয়ায় প্রেসিডেন্ট ওবামা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
অস্ত্রবিরতি চুক্তির ফলে সিরিয়ার দ্বিতীয় নগরী আলেপ্পোয় বোমা বর্ষন কিছুটা বন্ধ হয়েছে। তবে সরকারি বাহিনীর হাতে অবরুদ্ধ কমপক্ষে আড়াই লাখ বেসামরিক নাগরিকের কাছে ত্রাণসামগ্রী পৌঁছানোর অনুমতি মিলছে না।
ওবামা তার সহকারীদের বলেন, চুক্তির পরবর্তী পদক্ষেপে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সমন্বয় গড়ে তুলতে হবে। সিরিয়ায় সহিংসতা হ্রাস ও টেকসই মানবিক সহায়তার জন্য আরো কমপক্ষে সাতদিন সময় প্রয়োজন।
বিডি প্রতিদিন/ ১৭ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম