চার কিশোরীকে ধর্ষণের দায়ে ইংল্যান্ডের কেমব্রিজশায়ারের একটি স্কুলের শিক্ষককে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৪২ বছরের অভিযুক্ত শিক্ষক সিমন বল পুলিশি জেরায় কিম্বলটন স্কুলের অধ্যক্ষ থাকাকালীন এক কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করে। পরে স্কুলে চাকরি করার সময়, সেই স্কুলের আরো তিন ছাত্রীকে ধর্ষণ করে।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নামে দেশটির পুলিশ। সিমনের ঘর থেকে উদ্ধার হয় ৬৭৮টি অশালীন ছবি। তথ্য প্রমাণ যাচাই করে সিমনের বিপক্ষে রায় আদালত ঘোষণা করে। সিমন তার নিজের কামনা পূরণের জন্য কিশোরী ব্যবহার করেছে বলে জানায় আদালত। তাছাড়া এক ধর্ষিতা জানান, স্কুল বদলালেও সিমনের চরিত্র আজও বদলায়নি। নতুন স্কুলে আরও অনেক ছাত্রী তার লালসার শিকার হয়েছে। তাই কারাদণ্ডই সিমনের উপযুক্ত শাস্তি। সিমন পরবর্তীকালে আর কোন স্কুলে চাকরি করতে পারবে না বলেও জানিয়েছে আদালত।
বিডি প্রতিদিন/এ মজুমদার