ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ২০১৭ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করবেন না। বৃহস্পতিবার সমাজতান্ত্রিক নেতা ফ্রাঁসোয়া ওলাঁদ দেশটির টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ না নেয়ার কথা বলেন। নানা বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় ফ্রাঁসোয়া ওলাঁদের জনপ্রিয়তা অনেক কমে গেছে।
সাম্প্রতি সময়ে ফ্রাঁসোয়া ওলাঁদই প্রথম প্রেসিডেন্ট যিনি দেশটির পরবর্তী নির্বাচনে দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছেন না। ৬২ বছর বয়সী ওলাঁদ বলেন, নির্বাচনের আগ পর্যন্ত আমার দায়িত্ব হল দেশকে নেতৃত্ব দিয়ে যাওয়া। আমার শাসনের সময় বিশ্ব, ইউরোপ, ফ্রান্স গুরুতর বিশেষ কিছু প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছে। এই বিশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতিতে আমি জাতীয় একতা বজায় রাখতে চেয়েছি।
বিডি প্রতিদিন/২ ডিসেম্বর, ২০১৬/ফারজানা