পশ্চিম জার্মানির লুডউইগশ্যাফেনের ১২ বছরের এক কিশোর। চোখে জেহাদের স্বপ্ন। এ স্বপ্ন নিয়েই পরপর দু'বার হামলার ছক আঁকে সে। আর এতে করে দেশটির পুলিশ তাকে আটক করে। তার চোখে জেহাদের স্বপ্ন দেখে হতবাক হয়ে যায় পুলিশ। পুলিশি জেরায় ওই কিশোর জানায়, ISIS-এর মন্ত্রে অনুপ্রাণিত হয় সে জার্মানিতে জঙ্গি হামলা চালানোর চেষ্টা করছে।
জানা যায়, পশ্চিম জার্মানির লুডউইগশ্যাফেনের একটি ক্রিসমাস বাজারে হামলা চালানোর চেষ্টা করে ওই কিশোর। প্রথম চেষ্টায় ব্যর্থ হয় সে। গত ৫ ডিসেম্বর ফের শহরের এক জায়গায় বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে সে। তবে দু'বারই ব্যর্থ হয় ওই কিশোর। অবশেষে নতুন করে একটি ব্যাগ ভর্তি বিস্ফোরক রাখতে গিয়ে পুলিশের হাতে ধরা পরে যায়। পুলিস ব্যাগটি উদ্ধার করে নিয়ে যাওয়ার পাশাপাশি তাকেও আটক করে। দেশটির পুলিশি তদন্তে জানা গেছে, ওই কিশোরের জার্মানি ও ইরাকের নাগরিকত্ব রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার