অর্থ কারচুপির অভিযোগে দোষী সাব্যস্ত হলেন আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার(আই এম এফ) এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টিনা লাগার্ডে। প্রথম পাঁচ বছরের পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই ফের আই এম এফের ম্যানেজিং ডিরেক্টর পদে বসেন তিনি।
আদালত জানিয়েছে, ফ্রান্সের অর্থমন্ত্রী থাকাকালীন অবস্থায় বিপুল পরিমান অর্থ কারচুপি করেছিলেন তিনি। ২০০৭ সালে নাকি বেআইনি ভাবে প্রায় ৪০ কোটি ইউরো সরিয়ে দিয়েছিলেন তিনি। দোষী সাব্যস্ত করা হলেও শেষ পর্যন্ত কোনও শাস্তি তাকে দেওয়া হয়নি।
তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, এই ঘটনার পরে স্বাভাবিক কারণেই আই এম এফ থেকে পদত্যাগ করতে হবে তাকে। উদাহরণ হিসেবে দেখানো হচ্ছে ২০১১ সালে ডুমনিক স্ট্রসের ঘটনাটিকে।
ডুমিনিকের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি আমেরিকার নিউইয়র্কের একটি হোটেলে এক নারীকে যৌন নিগ্রহ করেছিলেন। অভিযোগ ওঠার পরেই অবশ্য পদত্যাগ করেছিলেন ডুমিনিক।
বিডি-প্রতিদিন/ ২০ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১৪