নিরাপদ যাত্রার জন্য আল্লাহর রহমত কামনায় একটি কালো ছাগল সদকা হিসেবে জবাই করার পর পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) ‘বয়োবৃদ্ধ’ একটি বিমান যাত্রা করেছে। ওই ছাগলটি এয়ারপোর্ট টারমাকেই জবাই করা হয়।
পরে রবিবার রাওয়ালপিন্ডির বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে এটিআর-৪২ নামে ফ্রান্সে নির্মিত টার্বোপ্রোপ বিমানটি।
গত ৭ ডিসেম্বর এই সিরিজের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৪৭ আরোহীর সবার মৃত্যু হলে বাকি বিমানগুলোর উড্ডয়ন স্থগিত করা হয়। এরপর সেগুলোর পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
পিআইএ’র একজন কর্মকর্তা ডন পত্রিকাকে বলেন, নতুন করে এটিআর বিমান উড্ডয়নের অনুমতি পাওয়ায় শোকরিয়া হিসেবে রবিবার ছাগলটিকে সদকা দেয়া হয়। তবে এটা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছিল না বলে তিনি জানান। পরে বিমানটি মুলতানের উদ্দেশে ছেড়ে যায়।
দুই ইঞ্জিনবিশিষ্ট এটিআর ৪২-৫০০ বিমানগুলোতে ৪৮ জন যাত্রী বহন করা যায়। পাকিস্তানে নিয়মিত ব্যবধানেই বিমান দুর্ঘটনা ঘটে থাকে। এর পেছনে দুর্বল রক্ষণাবেক্ষণকে দায়ী করা হয়।
বিডি প্রতিদিন/ ২০ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম