সলোমন দীপপুঞ্জে শক্তিশালী একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় আজ সকাল ১০টা ২১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ৬.৭ বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।
জানা যায়, পশ্চিম উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিরাকিরা থেকে ৮০ কিলোমিটার দূরে সৃষ্ট ভূমিকম্পের গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার