ভারতের মুম্বইয়ে প্রতিবেশির সঙ্গে কথা কাটাকাটির জেরে পাঁচ বছরের শিশুকন্যাকে খুন করা হয়েছে। এই ঘটনায় ভারতের মুম্বইয়ে চাঞ্চল্য বিরাজ করছে।
দেশটির পুলিশ সূত্রে খবর, দুই প্রতিবেশির মধ্যে ঝগড়া চলত প্রতিদিনই। গতকাল সোমবার ঝামেলা বড় আঁকার ধারণ করে। কথা কাটাকাটির এক পর্যায় অভিযুক্ত ওই নারী তার প্রতিবেশির পাঁচ বছরের মেয়েকে ১৫ তলা থেকে ছুড়ে নিচে ফেলে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুর। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। ওই শিশুকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার পর অভিযোগ দায়ের করা হলেও এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার