চীনের ফুজিয়ানা প্রদেশে জাহাজের সঙ্গে সংঘর্ষে একটি মাছ ধরার নৌকা ডুবে ১১ জেলে নিখোঁজ হয়েছেন বলে স্থানীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভি জানিয়েছে।
সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১২টায় নৌকাডুবির ওই ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যম জানায়, প্রদেশের জংজু শহরের সমুদ্র এলাকায় ওই ঘটনার সময় নৌকায় ১৪ জন জেলে ছিলেন। এর মধ্যে মাত্র তিনজন তীরে উঠতে সক্ষম হন।
নিখোঁজদের সন্ধানে নৌকা ও হেলিকপ্টার পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
বিডি প্রতিদিন/ ২০ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম