আফগানিস্তানে আজিজা (২৫) নামে এক নারী স্বামীকে তালাক দিয়ে অন্যজনকে বিয়ে করার দায়ে তাকে গুলি করে হত্যা করেছে দেশটির জঙ্গিগোষ্ঠী তালেবান। আফগানিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের বার্গিজ প্রদেশে গত শনিবার এ অমানবিক ঘটনাটি ঘটে।
জানা যায়, আজিজার স্বামী বিদেশে থাকা অবস্থায় দু'জনের মধ্যে ছাড়াছাড়ির ঘটনা ঘটে। তবে দেশে ফিরে ওই নারীর স্বামী তালেবান পরিচালিত এক আদালতে স্ত্রীর পুনরায় বিয়ের বিপক্ষে অভিযোগ করেছিলেন। এই ঘটনার জেরে তালেবান সদস্যরা ওই নারীকে গুলি করে হত্যা করে। তবে ঘটনার পর দেশটির স্থানীয় রাজনৈতিক নেতা নাসের নাজারি জানান, আজিজার স্বামী বিদেশে থাকাকালে এক আত্মীয়ের মাধ্যমে স্ত্রীকে তালাক দেন তিনি। কাজেই তার স্বামী যে অভিযোগটি করেছেন, তা ছিল ভিত্তিহীন।
বিডি প্রতিদিন/এ মজুমদার