ফের প্রকাশ পেল আইএস জঙ্গিদের নৃশংসতা। এবার আইএস জঙ্গিরা তুরস্কের দুই সেনাকে জীবন্ত পুড়িয়ে মারল । সম্প্রতি আইএসের তরফ থেকে একটি ভিডিও প্রকাশিত হয়। সেই ভিডিওতেই দেখা গিয়েছে এই নির্মম বর্বরতা।
সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, দুই আইএস জঙ্গি তুরস্কের দুই বন্দী সেনাকে খাঁচার ভিতর থেকে বের করে একটি ফাঁকা স্থানে নিয়ে গেল। বন্দি দুই সেনাকে খাঁচা থেকে বের করে নিয়ে যাওয়ার সময় তাদের হাত পিছনে বাঁধা ছিল। আর তাদের গলায় ছিল লোহার চেন। কুকুরের মতো টানতে টানতে নিয়ে গিয়ে তাদের জীবন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে মেরে ফেলা হল।
এই ভিডিও প্রকাশ্যে আসতেই নড়ে বসছে তুরস্কের প্রশাসন। সোশ্যাল মিডিয়ায় যাতে ওই ভিডিও না ছড়িয়ে পড়ে সেদিকে নজর দেওয়া হচ্ছে। কারণ এই ধরণের হিংসাত্মক ভিডিও সমাজে ছড়িয়ে পড়লে অবনতি ঘটবে আইনশৃঙ্খলা পরিস্থিতির।
বিডি-প্রতিদিন/ ২৩ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৬