প্রায় ৭ দশক আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফেলা একটি বোমা নিষ্ক্রিয় করতে দক্ষিণ জার্মানির আউগসবুর্গ শহর থেকে অর্ধ-লক্ষাধিক বাসিন্দাকে জোরপূর্বক সরিয়ে নেওয়া হচ্ছে।
বিবিসির খবরে বলা হচ্ছে, দ্বিতীয় মহাযুদ্ধের পর অবিস্ফোরিত কোন বোমার কারণে জার্মানিতে এর আগে কোন শহর থেকে এতো লোকজনকে কখনোই সরিয়ে নেওয়া হয়নি।
১ দশমিক ৮ টনের ব্রিটিশ এই বোমাটি ১৯৪৪ সালে বিমান হামলার সময় মিত্র বাহিনী জার্মানিতে ফেলেছিল বলে ধারণা করা হচ্ছে। ওই বিমান হামলায় পুরো শহরটি ধ্বংস হয়ে যায়। সম্প্রতি ভবন নির্মাণের কাজ করার সময় এই বোমাটি পাওয়া গেছে।
বিবিসির ইউরোপ বিষয়ক সম্পাদক মাইক স্যান্ডার্স বলছেন, শহর কর্তৃপক্ষ কোনো ঝুঁকি নিতে চায় না। তাই তারা সব লোকজনকেই সেখান থেকে সরিয়ে নিচ্ছে। বলা হচ্ছে, বোমাটি যেখানে পাওয়া গেছে তার দেড় কিলোমিটারের মধ্যে অবস্থিত বাড়ি ঘর থেকে সবাইকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/২৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব