জাপানের পূর্ব উপকূলে আজ শনিবার ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়।
মাঝারি মাত্রার ভূমিকম্পটি জাপানের রাজধানী টোকিও থেকে ২৪৪ কিলোমিটার উত্তর-পূর্বে ১১ কিলোমিটার গভীরে আঘাত হানে।
স্থানীয় সময় ভোট ৫টার পরপরই (গ্রিনিচ মান সময় ২০০০) ভূমিকম্পটি আঘাত হানে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
বুধবার জাপানের দাইগো শহর থেকে ১৮ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে ৬.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম