ভারতে ইংরেজি নববর্ষে ‘সন্ত্রাসী হামলা’ হতে পারে বলে পর্যটকদের সতর্ক করেছে ইসরাইল। পাশাপাশি ভারতে অবস্থানরত ইসরাইলি নাগরিকদের জনসমাগম ঘটে এমন স্থান এড়িয়ে চলতে বলা হয়েছে।
সন্ত্রাসবাদ বিরোধী ব্যুরো এক বিবৃতিতে ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
এতে পর্যটকদের জনাকীর্ণ সৈকতে পার্টি, নাইটক্লাব, পানশালা ও মার্কেটগুলো এড়িয়ে চলতে বলা হয়েছে।
ভারত ইসরাইলি নাগরিকদের জন্য একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
ইসরাইলের যুবকরা সামরিক বাহিনীতে বাধ্যতামূলক সেবা দেয়ার পর পর্যটকরা প্রায়ই গোয়ার মতো এলাকাগুলোতে অবকাশ যাপন করে থাকে।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম