বিহারের বক্সার কেন্দ্রীয় কারাগার থেকে পালাল ৫ সাজাপ্রাপ্ত বন্দী। গতকাল শুক্রবার গভীর রাতে কারাগারের পাঁচিল টপকে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে পালায়। এরপর শনিবার সকালে বন্দীদের গণনার সময়ই পালানোর খবরটি সামনে আসে। বন্দী পালানোর ঘটনার পরই জেলা জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। তাদের খোঁজে শুরু হয়েছে অভিযানও। যদিও এখনও পর্যন্ত পলাতক ওই পাঁচ বন্দিদের কোন খোঁজ পায়নি পুলিশ।
কারাগার সূত্রে খবর, শনিবার বক্সারের জেলা শাসক রমন কুমার জানান গতকাল দিবাগত রাত ১২ থেকে ৩টার মধ্যেই কারাগার ভেঙে পালানোর ঘটনা ঘটে। যেখান দিয়ে কারাগারের পাঁচিল টপকে বন্দিরা পালিয়ে যায় সেখানে লোহার রড, পাইপ এবং ধুতি (পোশাক) পাওয়া গেছে। জেলাশাসক আরও জানান, তদন্তের পরই সঠিক কারণ জানা যাবে। এই ঘটনায় জড়িত সন্দেহে কারাগারের তিন প্রহরীকে সাসপেন্ড করা হয়েছে।
জেলার পুলিশ সুপার উপেন্দ্র শর্মা জানান, পলাতক বন্দীরা হলেন প্রজিৎ সিং, গিরিধারি রাই, সোনু পান্ডে এবং উপ্রেন্দ্র শাহ। এরা চারজনই যাবজ্জীবন সাজার মেয়াদ ভোগ করছেন। অন্যদিকে সোনু সিং নামে এক বন্দীর দশ বছরের জেল সাজা হয়। তবে কারাগারের নিরাপত্তায় যে যথেষ্ট ফাঁক ছিল তা স্বীকার করে নেন পুলিশ সুপার। তিনি জানান, কোনো কর্মীর বিরুদ্ধে যদি বন্দীদের জেল পালানোয় সহায়তার প্রমাণ পাওয়া যায় তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
পুরো ঘটনায় বিহারের স্বরাষ্ট্র সচিব আমির সুভানি পুলিশের ডিআইজিকে তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি সেই রিপোর্ট জমা দেওয়ার কথা বলেছেন।
বিডি-প্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ