ইরাকের রাজধানী বাগদাদে একটি জনবহুল স্থানে জোড়া বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় অর্ধশত মানুষ।
আজ শনিবার সকালে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।
স্থানীয় পুলিশ জানায়, বাগদাদের আল সিনাক এলাকায় এ জোড়া বোমা হামলায় ১৮ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ হামলার ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা যায়, আল সিনাকে প্রথম বোমা বিস্ফোরণে হতাহতদের উদ্ধারের সময় দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ ঘটে।
এ হামলার দায় এখনও কোনো জঙ্গি গোষ্ঠী বা সন্ত্রাসী সংগঠন স্বীকার করেনি।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম