জাতিসংঘের মহাসচিব বান কি মুনের নির্ধারিত মেয়াদ ২০১৬ সালেই শেষ হচ্ছে। তাই আজ শনিবার দিনগত রাতেই তিনি তার পদ থেকে সরে দাঁড়াবেন। তার পদে স্থলাভিষিক্ত হচ্ছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টনিও গুতেরেস। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
এক সংবাদ সম্মেলনে বান কি মুন বলেন, তিনি তার দেশ দক্ষিণ কোরিয়ায় ফেরত যাবেন এবং দেশেকে সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করবেন। দক্ষিণ কোরিয়ার ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার অংশগ্রহণের কথাও শোনা যাচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার