বহাল তবিয়তে আছে কুখ্যাত জঙ্গি সংগঠন আইএস নেতা আবু বকর আল বাগদাদী। মার্কিন যৌথ বাহিনী এখনও তার নাগাল পায়নি। মধ্য প্রাচ্যের কুখ্যাত জঙ্গি সংগঠন আইএস কে নিয়ে এক বিবৃতিতে জানাল পেন্টাগন। তাদের মুখপাত্র পিটার কুক বলেছেন, ‘আমরা নিশ্চিত বাগদাদী জীবিত। এখনও আইএস এর কার্যকলাপ নিয়ন্ত্রণ করছে সে। তার গতিবিধির ওপর নজর রাখতে আপ্রাণ চেষ্টা করছি। সুযোগ পেলেই সব হিসেব মিটিয়ে দেব।’
মার্কিন ড্রোন হানায় বাগদাদীর মৃত্যু হয়েছে বলে কয়েক মাস আগেই খবর এসেছিল। কিন্তু মসুলের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে, গতমাসে দলের সদস্যদের উদ্দেশে বাগদাদী একটি রেকর্ডিং জারি করলে সেই তথ্য ভুল প্রমাণিত হয়ে যায়। ২০১৪ সাল থেকে পূর্ব সিরিয়া এবং উত্তর ইরাকের বড় অংশ আই এসদের দখলে। সম্প্রতি মার্কিন যৌথ বাহিনীর ড্রোন হানার মুখে পড়ে কিছুটা দমে গেলেও, হাল ছাড়েননি বাগদাদী। আড়াল থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে সে।
তবে কুকের দাবি, মার্কিন যৌথবাহিনীর ড্রোন হানায় বহু আইএস নেতার মৃত্যু হয়েছে। পরামর্শ বা পরিকল্পনা করার মতো তেমন কেউ বেঁচে নেই। একা হাতেই সবদিক সামাল দিচ্ছে বাগদাদী। তবে সে এখন মসুলে আছে কিনা তা অবশ্য স্পষ্ট করে জানাতে পারেননি কুক।
১৯৭১ সালে ইরাকের সামারাতে জন্মগ্রহণ করে বাগদাদী। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাক আক্রমণ করলে জঙ্গি সংগঠনে নাম লেখান তিনি। এ বছর ডিসেম্বরেই তার মাথার দাম বাড়িয়ে আড়াই কোটি মার্কিন ডলার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বিডি প্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১