বন্দি হত্যা করার হাতেকলমে প্রশিক্ষণ আগেই হয়েছে। এবার চলছে কী করে নারীদের ধর্ষণ করতে হবে তার প্রশিক্ষণ। যারা শেখাচ্ছে, তারা নাইজিরিয়ার জঙ্গিগোষ্ঠী বোকো হারাম জঙ্গিগোষ্ঠীর সদস্য। আর যারা শিখছে তারা সবাই কিশোর। তাদের বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে।
আইএস এর মতোই বোকো হারামের হয়েও লড়াই করে বহু কিশোর সন্ত্রাসবাদী। কোথাও আক্রমণ চালানোর সময় তারা অপহরণও করে নারীদের। তাদের ওপরেই চলছে ধর্ষণের প্রশিক্ষণ। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে বোকো হারাম। সেখানে এক এক কিশোর জঙ্গি একথা স্বীকার করে নিয়েছ। সেই কিশোর জঙ্গির দাবি, নাইজেরিয়ায় তাদের শাসন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই লড়াই তারা চালিয়ে যাবে। কয়েকদিন আগে বোকো হারামের হাত থেকে পালিয়ে আসা এক নারী জানিয়েছেন, দলের কিশোর জঙ্গিরা কীভাবে তাদের ধর্ষণ করতো।
বিডি প্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৯