ইতালিতে নতুন বছরকে বরণ করে সব আয়োজন শেষ। একইসঙ্গে অপ্রতীকর ঘটনা এড়িয়ে চলতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভ্যাটিক্যান সিটিসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নেয়া হয়েছে কড়া নজরদারি।
পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করে সব দর্শনীয় স্থানগুলোর প্রবেশ পথে বসানো হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে বড় লরি যাতে না প্রবেশ করতে পারে সেজন্য মূল প্রবেশ পথগুলোতে ব্যারিকেড দেয়া হয়েছে বড় বড় সিমেন্টের ব্লক দিয়ে । রেলস্টেশন, মেট্রো রেল, বিমান বন্দরগুলোতে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ মিলিটারিসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য।
উল্লেখ্য, গত সপ্তাহে জার্মানির বার্লিনে বড়দিন উপলক্ষে আয়োজিত একটি বাজারে লরিচাপা দিয়ে ১২ জনকে হত্যা করা হয় এবং সে ঘটনায় আহত হয় আরও ৫০ জন। পরবর্তীতে বার্লিনে হামলাকারী ইতালির মিলানে পুলিশের হাতে নিহত হয়। ইতালি পুলিশ সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে তাতে দেখা যায় বার্লিনে হামলাকারী আনিস আমরি ট্রেনে করে প্যারিস থেকে মিলানে আসে। সেই দিনই ভোররাতে মিলানে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়।
এদিকে, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মার্কো মিন্নিতি জানান, নতুন বছরকে বরণ করে নিতে সারা ইতালিতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটা ছোট বড় শহরে টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এছাড়া নিরাপত্তার স্বার্থে নিষিদ্ধ করা হয়েছে সবরকম আঁতশবাজি ।
বিডি-প্রতিদিন/ ৩১ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ