ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই শুরু নানা ট্রেন্ডিং। তার নতুন নির্দেশিকায় আরো বেশি আলোড়ন তৈরি হয়েছে। এবার এই ট্রাম্পকে নিয়ে এক ভিডিও ভাইরাল হওয়ায় সাসপেন্ড করা হল ভারতীয় বংশোদ্ভুত শিক্ষিকাকে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ক্লাসরুমে ডোনাল্ড ট্রাম্পের ছবির দিকে তাক করে গুলি করছেন ওই শিক্ষিকা। আর চীৎকার করছেন, “die”.
ওই শিক্ষিকার নাম পায়েল মোদী। টেক্সাসের ডলাসের অ্যাডামসন হাই স্কুলের আর্টের শিক্ষিকা তিনি। ২০ জানুয়ারি এক পার্সোনাল ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে ভিডিওটি। যেখানে দেখা যাচ্ছে হাতে একটি খেলনা বন্দুক নিয়ে সাদা বোর্ডে থাকা ট্রাম্পের ছবি লক্ষ্য করে গুলি করে চলেছেন।
হাজার হাজার মানুষ সেই ভিডিও দেখেছেন ইতোমধ্যেই। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলের মুখপাত্র রবিন হ্যারিস জানিয়েছেন, পায়েল মোদীকে ছুটিতে পাঠানো হয়েছে। স্কুলের ছাত্রছাত্রীদের বাবা-মায়েরা অনেকে বলছেন যে এমনটা করা উচিৎ হয়নি। তব বেশির ভাগের মতে, এটা শুধুই মজা করার জন্য করেছেন উনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার