ইয়েমেনের দক্ষিণাঞ্চলে মার্কিন বিমান হামলায় সন্দেহভাজন আল কায়েদা জঙ্গিসহ কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন। এ হামলায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ইয়েমেনের নিরাপত্তা কর্মকর্তারা জানান, রবিবার স্থানীয় সময় ভোরের দিকে যুক্তরাষ্ট্রের কমান্ডোদের বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। এতে একজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার