ভারতের পাঞ্জাবে সীমান্ত নিরাপত্তা বাহিনী পাকিস্তানের দু’টি নৌকা আটক করেছে। মঙ্গলবার এই নৌকা দুটিকে পাঞ্জাবের রবি নদী থেকে আটক করা হয়।
নৌকা দু’টিকে আটক করা হলেও এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। তবে গত কয়েকদিনে বেশ কয়েকবার এরকম ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। এই এলাকায় এই নিয়ে চতুর্থবার এমন ঘটনা ঘটল।
গতবছর অক্টোবর মাসে এই এলাকা থেকেই একটি পাকিস্তানি নৌকা আটক করেছিল সেনা বাহিনী। সেই সময় ভারত আর পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে চাপান উতর বেড়েই চলেছিল। কারণ সেই সময় উরির সেনা ঘাঁটিতে হামলা চালায় পাক জঙ্গিরা। এরপরই মোদি সরকার পাল্টা জবাব দিতে সার্জিকাল স্ট্রাইক চালায় পাকিস্তানে।
তাই আবার নতুন করে পাকিস্তান কোন ছক কষছে কিনা এখন সেদিকেই নজর রাখা হচ্ছে। নৌকা দুটিকে খালি অবস্থায় পাওয়া যায় এবং নদীর তীব্র স্রোতের জন্য নৌকাদুটি নোঙ্গরসহ ভেসে গিয়েছিল।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৭/হিমেল