ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মকাণ্ডে খুশি হয়েছেন! মার্কিন যুক্তরাষ্ট্রের আসল চেহারা দেখানোর জন্য ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। মঙ্গলবার তেহরানে ইরানি সেনাবাহিনীর কর্মকর্তাদের সামনে বক্তব্য রাখতে গিয়ে খামেনি বলেন, আমরা এই ভদ্রলোকের প্রতি কৃতজ্ঞ। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের আসল চেহারাটা প্রকাশ করে দিয়েছেন।
খামেনি বলেন, আমরা ৩০ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় রাজনৈতিক, অর্থনৈতিক, নৈতিক এবং সামাজিক যে দুর্নীতির কথা বলেছিলাম এই ভদ্রলোক নির্বাচনের আগে ও পরে তা প্রকাশ্যে এনেছেন। আমরা মার্কিন বিমানবন্দরে ইরানি এক শিশুর হাতে হাতকড়া পরানোর নজিরও দেখেছি।
তিনি বলেন, পাঁচ বছরের শিশুর হাতে হাতকড়া পরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র দেখিয়ে দিয়েছে সেদেশে মানবাধিকারের চেহারাটা ঠিক কী রকম!
বিডি-প্রতিদিন/এস আহমেদ