যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউস ছাড়ার পর ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে অবকাশ যাপনে বের হয়েছিলেন। এ সময় তার অবকাশ যাপনের সঙ্গী ছিলেন স্ত্রী মিশেল ওবামা আর বন্ধু ও ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্রেনসন।
আর এই অবকাশে যেয়ে আনন্দ-ফুর্তি করতে করতেই বন্ধু ওবামাকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দেন ব্রেনসন। সেই চ্যালেঞ্জে ওবামাকে কাইট সার্ফিং শেখার প্রস্তাব দেন তিনি। কাইট সার্ফিং হল এক ধরণের খেলা যেখানে পায়ের নিচে সার্ফিং বোর্ড নিয়ে ঘুড়ির সুতা ধরে বাতাসের টানে ভেসে যেতে হয় পানির ওপর দিয়ে।
এরপর ব্রেনসন জানান, "ওবামার কাইট সার্ফিং শেখার সময় আমি শিখতে চেয়েছিলাম ফয়েল বোর্ডিং। এই খেলাও কাইট সার্ফিংয়ের মতই অনেকটা। কে আগে শিখতে পারে, সেটাই ছিল আমাদের মধ্যে চ্যালেঞ্জ। তবে সেই চ্যালেঞ্জ জিতেছিলেন ওবামা। কয়েক দিন প্রশিক্ষণের ফলে আমার আগেই কাইট সার্ফিংয়ের কায়দাটা নিজের আয়ত্বে করে ফেলে সে।"
ব্রেনসন আরও বলেন, "ওবামা কাইট সার্ফিং করে ১০০ মিটার পর্যন্ত গিয়েছেন দেখে খুব ভালো লাগছিল। তার জয় উদযাপন করতে আমি টুপি খুলে ফেলেছিলাম।’
সূত্রঃ সিএনএন
বিডি-প্রতিদিন/ ৮ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২