এবার অর্ধেকে নেমে আসতে পারে আমেরিকায় ‘গ্রিন কার্ড হোল্ডার’দের সংখ্যা। এ ব্যাপারে দুই রিপাবলিকান সেনেটরের আনা একটি বিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সায় রয়েছে বলে হোয়াইট হাউস সূত্রের খবর।
এর আগে আমেরিকায় ঢোকার ব্যাপারে সাতটি মুসলিম দেশের বিরুদ্ধে ১২০ দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। হোয়াইট হাউস সেই সময় জানিয়েছিল, ওই তালিকায় এখনই আর কোন দেশের নাম ঢোকানো হচ্ছে না।
নতুন যে বিলটি ‘হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস’-এ আনা হয়েছে, তাতে বলা হয়েছে, এ বার আমেরিকায় স্থায়ী বাসিন্দাদের স্ত্রী ও নাবালক সন্তানরাই শুধু ওই গ্রিন কার্ডের জন্য আবেদন জানাতে পারবে। এই মুহূর্তে আমেরিকায় অভিবাসীর সংখ্যা ১০ লাখ। সেই সংখ্যাটা ৫ লাখে নামিয়ে আনার লক্ষ্যেই ওই বিলটি আনা হয়েছে।
সূত্র: আনন্দবাজার