ভারতের রাজধানীতে স্টেট ব্যাংক অব ইন্ডয়ার একটি এটিএম বুথে জাল নোট ঢোকানোর অভিযোগে এক নোট সরবরাহকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার পুলিশের এক কর্মকর্তা এ তথ্য জানান।
তিনি বলেন, চলতি মাসের শুরুতে নয়াদিল্লীতে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার একটি এটিমএম মেশিন থেকে আসল টাকা চুরি করে সেখানে শিশুদের খেলনার বিল ঢোকানোর অভিযোগে মোহাম্মদ ইসা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘নগদ অর্থের ব্যাগ নিয়ে এটিএম এ ঢোকার পর ট্রে থেকে আসল নোট সরিয়ে সেখানে জাল নোট রেখে দেয় ইসা।’
তাকে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর সে তার অপরাধের কথা স্বীকার করেছে বলেও জানান ওই কর্মকর্তা।
তিনি বলেন, ইসাকে এখন প্রতারণা ও চুরির মামলার সম্মুখীন হতে হবে।
বিডি প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম