ভারতে ফের বিদেশির ওপর হামলা। শুক্রবার রাতে দিল্লির গীতা কলোনিতে ১৯ বছরের এক জার্মান যুবককে লুট করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অটো চালক। এখন তিনি হাসপাতালে ভর্তি থাকলেও বিপদমুক্ত। তবে অভিযুক্ত অটো চালককে গ্রেফতার করা সম্ভব হয়নি।
ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ঘটনার রিপোর্ট চেয়েছেন। সেই সঙ্গে দিল্লি সরকারকে আহত যুবককে চিকিৎসা করানোর নির্দেশ দিয়েছেন। পরে টুইট করে জানিয়েছেন সেই কথা।
গতকাল রাতে দিল্লির চাঁদনি চক থেকে অটো ধরে কাশ্মীরি গেটে ফিরছিলেন বেঞ্জামিন স্কোল্ট। অটো চালক বেঞ্জামিনের সঙ্গে আরও একজনকে তোলে। রাত ১০টা নাগাদ গীতা কলোনিতে অটোর মধ্যেই তার সর্বস্ব লুট করে দুজন। তারপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। কোনও মতে অটো থেকে ঝাঁপ দেন বেঞ্জামিন। দেখতে পেয়ে এক পথচারী তাকে কাছের হাসপাতালে ভর্তি করান।
উল্লেখ্য এর আগে দিন কয়েক আগেই নয়ডাতে ২ নাইজিরিয়ান যুবককে মারধর করে স্থানীয়রা। আজমেরে একদল বিদেশি পর্যটককে লুট করে এক নারীর শ্লীলতাহানি করা হয়। দোলের সময় গোয়াতে এক ব্রিটিশ পর্যটককে ধর্ষণ করে খুন করা হয়। পর পর এই বিদেশি আক্রমণের ঘটনায় স্বাভাবিকভাবেই চিন্তায় রয়েছে ভারত সরকার।
বিডি-প্রতিদিন/ ০৮ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১